সিরি আ: হেরেই চলেছে জুভেন্টাস
অলিম্পিকো, ২৭ অক্টোবর (হি.স.): একের পর এক ম্যাচ হেরেই চলেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। গত সপ্তাহে কোমোর কাছে হারের পর রবিবার লাৎসিওর কাছেও হেরে গেল তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩ ম্যাচে হারল ইঘোর তুদোর দল জুভেন্টাস। লাৎসিওর মাঠ স্টাডিও অলিম
সিরি আ: হেরেই চলেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস


অলিম্পিকো, ২৭ অক্টোবর (হি.স.):

একের পর এক ম্যাচ হেরেই চলেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। গত সপ্তাহে কোমোর কাছে হারের পর রবিবার লাৎসিওর কাছেও হেরে গেল তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩ ম্যাচে হারল ইঘোর তুদোর দল জুভেন্টাস।

লাৎসিওর মাঠ স্টাডিও অলিম্পিকোতে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে কোমো। ম্যাচের নবম মিনিটে একমাত্র গোলটি করেছেন টোমা ব্যাসিক।

মরসুমের শুরুতে শিরোপার দৌড়ে থাকা জুভেন্টাস এবার সেরা পাঁচেও নেই। রবিবার হারের পর টেবিলের আট নম্বরে নেমে গেল তারা।

টানা হারের পর কোচ ইঘোর তুদোর ওপর চাপ তৈরি হল। দলের পারফর্মেন্সে ভালো করতে না পারলে ছাঁটাই হতে পারেন এই ক্রোয়েট কোচ।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande