
আগরতলা, ২৭ অক্টোবর (হি.স.) : উত্তর পূর্বাঞ্চলের কৃষি সম্ভাবনাকে সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্য নিয়ে কিষাণ রেল পরিষেবা, কোল্ড স্টোরেজ ব্যবস্থা ও আঞ্চলিক রপ্তানি ব্যবস্থাকে আরও উন্নত করার আহ্বান জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
সোমবার ত্রিপুরা ইনস্টিটিউশান ফর ট্রান্সফরমেশন কার্যালয়ের কনফারেন্স হলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর কৃষি ও উদ্যান বিষয়ক টাস্ক ফোর্সের এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী এই মত প্রকাশ করেন। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রিরা।
মুখ্যমন্ত্রী বলেন, “উত্তর পূর্বাঞ্চলে উৎপাদিত কৃষিজ সামগ্রী পরস্পরের মধ্যে রপ্তানিতে যেন কোনও বাধা না থাকে, সেই ধরনের সমন্বিত ব্যবস্থা নিতে হবে। কিষাণ রেলের কোল্ড স্টোরেজ সুবিধাও আরও উন্নত করা প্রয়োজন।” তিনি আরও জানান, এ অঞ্চলের জিআই ট্যাগপ্রাপ্ত কৃষিজ ফসলকে ব্র্যান্ডে রূপান্তরিত করে দেশ-বিদেশে বাজার তৈরি করতে হবে।
তিনি উল্লেখ করেন, উত্তর পূর্বাঞ্চলের মাটি অত্যন্ত উর্বর। সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল চাষ করলে কৃষকরা আর্থিকভাবে বিপুল উপকৃত হতে পারেন। এজন্য কৃষি মহাবিদ্যালয়গুলির সঙ্গে নিবিড় যোগাযোগ, ক্লাস্টারভিত্তিক উৎপাদন এবং সমন্বিত মার্কেটিংকে এগিয়ে আনার পরামর্শ দেন তিনি।
বৈঠকে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সিকিমের অর্গানিক ফার্মিং মডেলের প্রশংসা করে জানান, উত্তর পূর্বের অন্যান্য রাজ্যেও এই পদ্ধতি জনপ্রিয় করতে হবে। ত্রিপুরা সরকারের কৃষি দফতরের সচিব অপূর্ব রায়সহ উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ