
খড়গপুর, ২৮ অক্টোবর (হি.স.): খড়গপুর রেলওয়ে স্টেশনে জিআরপি পুলিশ একটি বড় অভিযান চালিয়ে একটি গাঁজা পাচারের ঘটনা ফাঁস করেছে। পুলিশ পাঁচ এবং ছয় প্ল্যাটফর্ম থেকে নয়টি পলিব্যাগে প্যাক করা মোট ১৭.৫৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার চুরোখুটার বাসিন্দা রাজেশ রায়কে পুলিশ গ্রেফতার করেছে।
সূত্রের খবর, রাজেশ রায় ওড়িশা থেকে পুরুলিয়ায় গাঁজা নিয়ে যাচ্ছিলেন। খড়গপুর স্টেশনে নিয়মিত তল্লাশির সময় পুলিশ একটি সন্দেহজনক পলিব্যাগ দেখতে পায় এবং তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।
মঙ্গলবার জিআরপি কর্মকর্তারা জানিয়েছেন, বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য লক্ষ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে যে অভিযুক্ত দীর্ঘদিন ধরে গাঁজা পাচার নেটওয়ার্কের সাথে জড়িত। পুলিশ রাজেশ রায়কে জিজ্ঞাসাবাদ করছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি