
আলিপুরদুয়ার, ২৮ অক্টোবর (হি.স.): জঙ্গল থেকে বেরিয়ে ছট ঘাটের দিকে চলে আসার চেষ্টা করলো একটি হাতি। যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ বাসরা ছট ঘাটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে আচমকা একটি হাতি ওই ছট ঘাটের দিকে যেতে শুরু করে। যদিও হাতিটির ওপর নজরদারি চালাচ্ছিল বন কর্মীরা। হাতিটি ছট ঘাটে পৌঁছবার আগেই দ্রুত সেটিকে ফেরানো হয় জঙ্গলে। স্বস্তির নিঃশ্বাস ফেলেন কয়েকশো ছট ব্রতীদের পাশাপাশি ঘাটে আসা কয়েক হাজার পুণ্যার্থীরাও।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ