আসানসোলে পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু ব্যক্তির
জামুরিয়া, ২৮ অক্টোবর (হি.স.): পশ্চিম বর্ধমানের আসানসোলের জামুরিয়া থানার ৭ নম্বর ওয়ার্ডের দামোদরপুর এলাকায় মঙ্গলবার পরিবারের সাথে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত
আসানসোলে পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু ব্যক্তির


জামুরিয়া, ২৮ অক্টোবর

(হি.স.): পশ্চিম বর্ধমানের আসানসোলের জামুরিয়া থানার ৭ নম্বর ওয়ার্ডের দামোদরপুর

এলাকায় মঙ্গলবার পরিবারের সাথে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল এক

ব্যক্তির।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত

ব্যক্তির নাম পাণ্ডে দাস। তিনি জামুরিয়া থানার ৫ নম্বর ওয়ার্ডের হুসেন নগর এলাকার

বাসিন্দা। মঙ্গলবার সকালে তিনি এবং তার পরিবারের সদস্যরা ছট পুজো করতে নিমগড়িয়া

পুকুরে যান। পুজোর সময় স্নান করার সময় হঠাৎ তিনি গভীর জলে তলিয়ে যান।

ঘটনাটি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দা এবং

দুর্যোগ ব্যবস্থাপনা দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তার খোঁজ শুরু করে।

অনেক চেষ্টার পর পুকুর থেকে পাণ্ডে দাসের মৃতদেহ উদ্ধার করা হয়।পুলিশ

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের বিরুদ্ধে অবহেলার

অভিযোগ করেছেন। তারা বলেন, প্রতি বছর ছট পুজোর সময় পুকুর এবং

ঘাট পরিষ্কার করা হয়, কিন্তু পুকুরের গভীরতা কমানোর বা নিরাপত্তা

ব্যবস্থা নেওয়ার কোনও ব্যবস্থা করা হয় নি।নিরাপত্তার অভাবে এই ধরনের ঘটনা ঘটে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande