শিমলায় আগুনে পুড়ল ১৩৫ বছরের পুরনো ‘ডিম্পল লজ’, হতাহতের খবর নেই
শিমলা, ২৯ অক্টোবর (হি. স.): শিমলার ঐতিহাসিক ‘ডিম্পল লজ’-এ বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ১৩৫ বছরের পুরনো কাঠের লজটি মুহূর্তে মধ্যেই ভস্মীভূত হয়ে যায়। দুর্ঘটনার সময় লজটি খালি থাকায় কোনও প্রাণহানি হয়নি। দমকলের ছয়টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায়
শিমলায় আগুনে পুড়ল ১৩৫ বছরের পুরনো ‘ডিম্পল লজ’,হতাহতের কোনও খবর নেই


শিমলা, ২৯ অক্টোবর (হি. স.): শিমলার ঐতিহাসিক ‘ডিম্পল লজ’-এ বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ১৩৫ বছরের পুরনো কাঠের লজটি মুহূর্তে মধ্যেই ভস্মীভূত হয়ে যায়। দুর্ঘটনার সময় লজটি খালি থাকায় কোনও প্রাণহানি হয়নি।

দমকলের ছয়টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও লজটির সম্পূর্ণ কাঠামো পুড়ে ছাই হয়ে গেছে। প্রশাসনের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

ব্রিটিশ আমলে তৈরি এই লজটিতে সম্প্রতি বলিউডের ‘দাদি কি শাদি’ ছবির শুটিং হয়েছিল। নিতু সিং ও কপিল শর্মা অভিনীত এই ছবির কয়েকটি দৃশ্য এখানেই শুটিং করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande