ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে বাংলার নেতৃত্ব দেবেন অভিষেক পোরেল
কলকাতা, ২৯ অক্টোবর(হি.স.): দক্ষিণ আফ্রিকা এ-এর বিরুদ্ধে দ্বিতীয় চার দিনের ম্যাচে বাংলার নিয়মিত অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ভারত এ দলে থাকায়, উইকেটরক্ষক-ব্যাটসম্যান অভিষেক পোরেল ১ থেকে ৪ নভেম্বর আগরতলায় ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে বাংলার
ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে বাংলার নেতৃত্ব দেবেন অভিষেক পোরেল


কলকাতা, ২৯ অক্টোবর(হি.স.): দক্ষিণ আফ্রিকা এ-এর বিরুদ্ধে দ্বিতীয় চার দিনের ম্যাচে বাংলার নিয়মিত অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ভারত এ দলে থাকায়, উইকেটরক্ষক-ব্যাটসম্যান অভিষেক পোরেল ১ থেকে ৪ নভেম্বর আগরতলায় ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে বাংলার নেতৃত্ব দেবেন।

হাঁটুর আঘাতের কারণে বাংলার এই ওপেনার সুদীপ চ্যাটার্জিও ত্রিপুরার বিরুদ্ধে বাংলা দলে থাকছেন না ।

আকাশ দীপ ভারত এ দলে যোগদানের সঙ্গে সঙ্গে, সিনিয়র পেসার মহম্মদ শামি বাংলার আক্রমণের নেতৃত্ব দেবেন।

দুই ম্যাচের পর বাংলা গ্রুপ সি-তে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে, বাংলার পয়েন্ট ১২।

স্কোয়াড

অভিষেক পোরেল (ক্যাপ্টেন/উইক), সুদীপ ঘরামি, অনুস্তুপ মজুমদার, সুমন্ত গুপ্ত, সৌরভ কুমার সিং, শাকির হাবিব গান্ধী (উইকেটরক্ষক), কাজী জুনায়েদ সাইফি, শুভম চ্যাটার্জি, আদিত্য পুরোহিত, শাহবাজ আহমেদ, বিশাল ভাটি, রাহুল প্রসাদ, সুরজ সিন্ধু মোহাম্মাদ জাইস, মহম্মদ জাইস,মহম্মদ জাইস, সোহেল প্রমুখ। এবং মহম্মদ শামি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande