
কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটের তৃতীয় খেলায় প্রস্তুতি তুঙ্গে । ঘরের মাঠে তথা ইডেন গার্ডেন্সে বাংলা দল পরপর দুই খেলায় জিতেছে। এরপর বাংলা ও ত্রিপুরা পরস্পরের মধ্যে মুখোমুখি। আগামী ১ নভেম্বর রাজধানী আগরতলায় বাংলার তৃতীয় খেলা। উইকেটরক্ষক ব্যাটসম্যান অভিষেক পোড়েল বর্তমান সময়ে দলের নেতৃত্বেই রয়েছে। উল্লেখ্য, বাংলার সহ অধিনায়িকের ঘাড়ে এবার গুরুদায়িত্ব। এর অন্যতম কারণ, অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ খেলছে না। সেইসঙ্গে বোলার আকাশদীপও থাকছে না। ভারতীয় - 'এ' দলে উভয়েই সুযোগ পেয়েছে। জাতীয় স্তরে খেলতে চলে যাচ্ছে। কাজেই তাদের ছাড় দিয়ে নতুন ভাবে দল গড়ে তোলা হয়েছে। প্রসঙ্গত, আগের দুটি খেলায় অভিমন্যু ঈশ্বরণ দলকে নেতৃত্ব দেন। এদিকে, বাংলা দল ঘোষণা করা হয়েছে। -অভিষেক পোড়েল (অধিনায়ক), সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুমন্ত গুপ্ত, সৌরভ কুমার সিং, শাকির হাবিব গান্ধী, কাজী জুনেইদ সাইফি, শুভম চ্যাটার্জি, আদিত্য পুরোহিত, শাহবাজ আহমেদ, বিশাল ভাতি, রাহুল প্রসাদ, সূরজ সিন্ধু জয়সোয়াল,ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, সুমিত মোহান্ত, বিকাশ সিং ও মহম্মদ শামি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত