বাংলাদেশে ভোট বয়কটের সিদ্ধান্ত আওয়ামি লিগের সমর্থকদের : শেখ হাসিনা
ঢাকা, ২৯ অক্টোবর (হি. স.) : ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে । কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগকে । আর সেজন্য আগামী বছরের নির্বাচনে ভোট বয়কট করবেন আওয়ামি লিগের সমর্থকরা। ব
শেখ হাসিনা


ঢাকা, ২৯ অক্টোবর (হি. স.) : ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে । কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগকে । আর সেজন্য আগামী বছরের নির্বাচনে ভোট বয়কট করবেন আওয়ামি লিগের সমর্থকরা। বুধবার এমনটাই জানিয়েছেন খোদ দলের নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে পরবর্তীতে যে সরকার আসবে সেটির নির্বাচনি বৈধতা থাকতে হবে। সেখানকার প্রচুর মানুষ আওয়ামি লিগকে সমর্থন করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁরা ভোট দেবেন না। কিন্তু কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে আপনি কোটি কোটি মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না।’ হাসিনা এও স্পষ্ট জানিয়েছেন, আওয়ামি লিগের সমর্থকদের অন্য কোনও দলকে সমর্থনের কথা কখনই বলা হবে না। তবে এখনও তিনি আশাবাদী যে, আওয়ামি লিগকে আসন্ন নির্বাচনে লড়ার সুযোগ দেওয়া হবে।

এদিন নিজের বাংলাদেশে ফেরা নিয়ে তিনি জানিয়েছেন, যে দলই বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত করুক না কেন, তারা আওয়ামি লিগকে স্বীকৃতি না দিলে বাংলাদেশে ফিরবেন না তিনি। অর্থাৎ আপাতত ভারতেই থাকছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande