হারিকেন মেলিসায় কিউবায় মৃত ৭
হাভানা, ২৯ অক্টোবর (হি.স.): মঙ্গলবার গভীর রাতে কিউবার দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিগাগো দে কিউবায় আছড়ে পড়ল হারিকেন ''মেলিসা'। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর আগে ক্যাটেগরি ৫-এর এই হারিকেন ২৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে নিউ হোপের কা
হারিকেন মেলিসায় কিউবায় মৃত ৭


হাভানা, ২৯ অক্টোবর (হি.স.): মঙ্গলবার গভীর রাতে কিউবার দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিগাগো দে কিউবায় আছড়ে পড়ল হারিকেন 'মেলিসা'। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

এর আগে ক্যাটেগরি ৫-এর এই হারিকেন ২৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে নিউ হোপের কাছে জামাইকার দক্ষিণ-পশ্চিম উপকূলে আছড়ে পড়ে। এর জেরে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। অনেক বাড়ির ক্ষতি হয়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। বেশ কয়েকটি উপকূলীয় শহর প্লাবিত হয়েছে। বেশ কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande