৬ বছরে প্রথমবার মুখোমুখি বৈঠকে ট্রাম্প-জিনপিং, নজর বিশ্বের
বুসান, ৩০ অক্টোবর (হি.স.): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিং দক্ষিণ কোরিয়ার বুসানে বৃহস্পতিবার বৈঠকে বসছেন। দীর্ঘ ৬ বছর পর ফের একবার মুখোমুখি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং
৬ বছরে প্রথমবার মুখোমুখি বৈঠকে ট্রাম্প-জিনপিং, নজর বিশ্বের


বুসান, ৩০ অক্টোবর (হি.স.): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিং দক্ষিণ কোরিয়ার বুসানে বৃহস্পতিবার বৈঠকে বসছেন। দীর্ঘ ৬ বছর পর ফের একবার মুখোমুখি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটাই ট্রাম্পের সঙ্গে শি'র প্রথম সাক্ষাৎ।

দুই পক্ষের শীর্ষ কূটনীতিকরা আগেই জানান, দুই দেশের নানা মতপার্থক্য মেটাতে একটি প্রাথমিক কাঠামো তৈরি হয়েছে। বৈঠকের আগে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ট্রাম্প বলেন, এই আলোচনার ফল ভাল হবে গোটা বিশ্বের জন্য।

দ্বিপাক্ষিক বৈঠকের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প এও বলেন, তিনি শি'-র সঙ্গে 'খুব সফল বৈঠক' আশা করছেন। তিনি আরও বলেন যে উভয় পক্ষের সবসময়ই ভালো সম্পর্ক রয়েছে।

উল্লেখ্য, দুই নেতার শেষ দেখা হয়েছিল ২০১৯ সালে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে ক্ষমতায় আসার পরে এইবারই প্রথম চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande