জলপাইগুড়িতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
জলপাইগুড়ি, ২৯ অক্টোবর (হি.স.) : জলপাইগুড়ির সেবাগ্রাম এলাকায় একটি ট্রাক একজন সাইকেল আরোহীকে ধাক্কা দেয়, যার ফলে তার মৃত্যু হয়। নিহতের নাম নির্মল চন্দ্র। জানা গেছে, বুধবার সকালে নৌপাড়া এলাকার বাসিন্দা নির্মল চন্দ্র কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে
জলপাইগুড়িতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু


জলপাইগুড়ি, ২৯ অক্টোবর (হি.স.) : জলপাইগুড়ির সেবাগ্রাম এলাকায় একটি ট্রাক একজন সাইকেল আরোহীকে ধাক্কা দেয়, যার ফলে তার মৃত্যু হয়। নিহতের নাম নির্মল চন্দ্র।

জানা গেছে, বুধবার সকালে নৌপাড়া এলাকার বাসিন্দা নির্মল চন্দ্র কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় খাদ্য সরবরাহকারী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর কিছুক্ষণের জন্য মৃতদেহ রাস্তায় পড়ে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ট্রাকটি বাজেয়াপ্ত করে চালককে হেফাজতে নিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande