
কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): রাস্তায় পড়ে রয়েছে মাটি। বৃষ্টিতে ধুয়ে কর্দমাক্ত, পিচ্ছিল অবস্থা রাস্তার। সেখানেই পিছলে গিয়ে একাধিক মোটরবাইক চালক ছিটকে পড়লেন। বুধবার সকালে এমন ছবি দেখা গেল নিউ টাউনে বিশ্ব বাংলা সরণিতে। স্থানীয়দের একাংশের অভিযোগ, রাতে নির্মাণ কাজের জন্য ডাম্পারে করে মাটি নিয়ে যাওয়া হয়েছিল। সেই মাটি রাস্তায় পড়েছে। আর রাতভর ঝিরিঝিরি বৃষ্টির জেরে পিচ্ছিল হয়ে গিয়েছে গোটা রাস্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে অফিসে যাওয়ার জন্য মোটরবাইকে করে যাঁরা বেরিয়েছিলেন, তাঁদের কেউ কেউ তার উপর দিয়ে যাওয়ার সময়ে পিছলে পড়ে যান। এর পরে ট্র্যাফিক পুলিশের তরফে প্রথমে নিউ টাউনে যাত্রাগাছি যাওয়ার এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পরে মোটরবাইক চালকদের জন্য সার্ভিস রোড নির্দিষ্ট করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ