
দুবাই, ২৯ অক্টোবর (হি.স.) : ভারতীয় ওপেনার রোহিত শর্মা তাঁর কেরিয়ারে প্রথমবারের মতো আইসিসি পুরুষদের ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন।
সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অপরাজিত সেঞ্চুরি করার পর রোহিত তৃতীয় স্থান থেকে দুই ধাপ এগিয়ে ভারতকে নয় উইকেটের জয়ে সহায়তা করেন। শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং শুভমান গিলের পর তিনি পঞ্চম ভারতীয় হিসেবে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে।
রোহিতের ৩৩তম ওয়ানডে সেঞ্চুরি এবং বিরাট কোহলির ৭৪* রানের সুবাদে ভারত সিরিজ ক্লিন সুইপ এড়াতে সক্ষম হয়। এই ইনিংসটি রোহিতকে শুভমান গিল (বর্তমানে তৃতীয়) এবং আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে পেছনে ফেলে দেয়।
অর্ধশতক করার পরও, ব্যাটিং র্যাঙ্কিংয়ে কোহলি এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছেন। নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেলের চেয়ে পিছিয়ে পড়েছেন তিনি, যিনি প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডেতে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের জয়ে অপরাজিত ৭৮ রান করেছিলেন। শ্রেয়স আইয়ার এক ধাপ এগিয়ে তালিকার নবম স্থানে উঠে এসেছেন, শাই হোপকে সরিয়ে।
অন্যান্য ভারতীয় খেলোয়াড়দের মধ্যে, অক্ষর প্যাটেল ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে ৩১তম স্থানে উঠে এসেছেন, এবং অলরাউন্ডার তালিকায় চার ধাপ এগিয়ে অষ্টম স্থানে পৌঁছেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি