
পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর (হি.স.): বুধবার মেদিনীপুরে কংসাবতী নদী থেকে বছর কুড়ির এক ছাত্রের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম সোহম পাত্র। বাড়ি বাঁকুড়ায়। সোহম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
জানা গেছে, মঙ্গলবার রাতে সে তার মা'র সঙ্গে শিরোমণি প্যাসেঞ্জারে করে বাড়ি ফিরছিল। মেদিনীপুর হল্ট স্টেশনের কাছে মা হঠাৎ দেখেন, ছেলে ট্রেনের কামরায় নেই। বিষয়টি জিআরপি-কে জানান। বুধবার সকালে রেলসেতুর কাছে নদী থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়েছে। ঝাঁপ দিয়েছেন, না অন্য কোনও ভাবে ট্রেন থেকে পড়ে গিয়েছেন সোহম, খতিয়ে দেখছে জিআরপি। পরিবার এখনও পর্যন্ত কোনও অভিযোগ করেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ