দলের অভ্যন্তরীণ মতবিরোধ ও তিপ্রা মথার সঙ্গে সম্পর্ক নিয়ে আগরতলায় উচ্চ পর্যায়ের বৈঠক বিজেপির
আগরতলা, ২৯ অক্টোবর (হি.স.) : ত্রিপুরায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) গোষ্ঠীগত টানাপোড়েন এবং জোট সহযোগী তিপ্রা মথার সঙ্গে সম্পর্কের উত্তেজনার প্রেক্ষাপটে আজ বুধবার আগরতলায় রাজ্য বিজেপি সদর দফতরে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পৌরোহি
আগরতলায় বিজেপির সাংগঠনিক বৈঠক


আগরতলা, ২৯ অক্টোবর (হি.স.) : ত্রিপুরায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) গোষ্ঠীগত টানাপোড়েন এবং জোট সহযোগী তিপ্রা মথার সঙ্গে সম্পর্কের উত্তেজনার প্রেক্ষাপটে আজ বুধবার আগরতলায় রাজ্য বিজেপি সদর দফতরে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে পৌরোহিত্য করেন বিজেপির উত্তর-পূর্ব সমন্বয়কারী তথা সাংসদ সম্বিত পাত্র। উপস্থিত ছিলেন দলের রাজ্য ইনচার্জ ডা. রাজদীপ রায়, রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, একাধিক মন্ত্রী, বিধায়ক ও দলের শীর্ষ নেতৃত্ব।

দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, আসন্ন টিটিএএডিসি ও ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক দুর্বলতা মূল্যায়ন, কৌশল পুনর্গঠন এবং তিপ্রা মথার সঙ্গে সমন্বয় জোরদার করা আলোচনায় গুরুত্ব পেয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ''আমাদের কেন্দ্রীয় নেতা সম্বিত পাত্র ও ডা. রাজদীপ রায় এখানে এসেছেন দলের সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হর ঘর স্বদেশী’ ও ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগকে আরও বিস্তৃতভাবে এগিয়ে নেওয়া এবং ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উদযাপন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।”

তিনি আরও জানান, দলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গক্রমে রাজীব ভট্টাচার্য সাম্প্রতিক সিভিল সোসাইটির বনধ ও হামলার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, 'মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব ও আমি নিজে সহ দলের সকল নেতা এই ঘটনার নিন্দা জানিয়েছি। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং রাজ্যের উন্নয়নের লক্ষ্যে উপজাতি ও অ-উপজাতি উভয় সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে মিলিতভাবে জনজাতি এলাকার সার্বিক কল্যাণে কাজ করছে।' তিনি আরও জানান, তিপ্রা মথার সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং চলমান সমস্যা মেটাতে নিয়মিত বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।

উল্লেখ্য, ত্রিপুরায় বিজেপি জোট সরকারের শরিক দল তিপ্রা মথা সাম্প্রতিককালে বিভিন্ন ইস্যুতে জোট নিয়ে অসন্তোষ প্রকাশ করছে। সরকারে থেকেই সরকারের বিরুদ্ধাচারণ করছে। সিভিল সোসাইটির নাম দিয়ে তিপ্রা মথার নেতা কর্মীরা গত বৃহস্পতিবার ত্রিপুরা বনধ ডেকেছে এবং নানা জায়গায় উশৃংখলতা করেছে। তাছাড়া এই দলের নেতারা বিভিন্ন সভা সমাবেশে জোট ধর্মের বিরুদ্ধে বিবৃতি দিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande