হ্যারিকেন মেলিসায় লন্ডভন্ড জামাইকা, মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩০
কিংস্টন, ৩০ অক্টোবর (হি.স.) : জামাইকায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় হ্যারিকেন মেলিসা। যার জেরে লন্ডভন্ড জামাইকা । দক্ষিণ-পশ্চিম জামাইকায় নিউ হোপের কাছে আছড়ে পড়ে ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে ৩
হ্যারিকেন মেলিসায় লন্ডভন্ড জামাইকা,  মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩০


কিংস্টন, ৩০ অক্টোবর (হি.স.) : জামাইকায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় হ্যারিকেন মেলিসা। যার জেরে লন্ডভন্ড জামাইকা । দক্ষিণ-পশ্চিম জামাইকায় নিউ হোপের কাছে আছড়ে পড়ে ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে ৩০ জনের।

জামাইকার পাশাপাশি ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত কিউবার পূর্বাঞ্চল এবং হাইতির কিছু অংশ সহ বিস্তীর্ণ এলাকা। জামাইকায় ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে বহু গাছ, বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ জায়গায়। অধিকাংশ রাস্তা বন্ধ। উপকূলবর্তী অঞ্চলে বাড়ি, দোকানপাট ভেঙে গিয়েছে। স্থানীয়দের নিরাপদে অন্যত্র সরানোর ব্যবস্থা করেছে প্রশাসন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগের জেরে বিপাকে পড়েছে পর্যটকরাও। ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে প্রায় ২৫ হাজার পর্যটক আটকে পড়েছেন বলে খবর। আপাতত বন্ধ রয়েছে বিমান পরিষেবা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande