আতঙ্ক না ছড়ানোই ভাল, এসআইআর নিয়ে বার্তা জহর সরকারের
কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি না-করার জন্য আবেদন জানালেন প্রাক্তন আইএএস এবং তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ জহর সরকার। এসআইআর-আতঙ্কে দুই ব্যক্তির আত্মহত্যার অভ
আতঙ্ক না ছড়ানোই ভাল, এসআইআর নিয়ে বার্তা জহর সরকারের


কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি না-করার জন্য আবেদন জানালেন প্রাক্তন আইএএস এবং তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ জহর সরকার। এসআইআর-আতঙ্কে দুই ব্যক্তির আত্মহত্যার অভিযোগ ওঠার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে আবেদন জানিয়েছিলেন, কেউ যেন হঠকারী কোনও পদক্ষেপ না করেন। বাংলায় রাজ্য সরকার কোনও ভাবেই জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চালু হতে দেবে না। মুখ্যমন্ত্রীর সেই বার্তাকে ‘ট্যাগ’ করেই শুক্রবার সমাজমাধ্যমে জহর বলেছেন, আতঙ্ক না ছড়ানোই ভাল। এসআইআর-এ নাগরিকত্ব যাচাইয়ের অভিযান হবে, এই আখ্যানের আর কোনও গুরুত্ব নেই। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে স্পষ্ট করে বলে দিয়েছে, নাগরিক চিহ্নিত করার দায়িত্ব তাদের নয় এবং আধার কার্ডকে অন্যতম নথি হিসেবে গ্রহণ করতে বলেছে। ভোটারদের আতঙ্কের কারণ নেই, হঠকারী কোনও পদক্ষেপ করারও প্রয়োজন নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande