
দুর্গাপুর, ২০ নভেম্বর (হি.স.) : দুর্গাপুরে প্রথমবার আয়োজিত হতে চলেছে তিন দিনের আন্তর্জাতিক মাস্টার্স গেমস। আয়োজক সংস্থা দুর্গাপুর স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাকাডেমি বৃহস্পতিবার ভগত সিং স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক করে প্রতিযোগিতা সম্পর্কিত বিস্তারিত জানায়।
সংস্থার সভাপতি বুলু মণ্ডল জানান, ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ভগত সিং স্টেডিয়ামে এই প্রতিযোগিতা চলবে। শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশের বিভিন্ন প্রান্ত পঞ্জাব সহ প্রতিবেশী দেশ নেপাল থেকেও প্রতিযোগীরা নাম নথিভুক্ত করেছেন। মোট ৬৪০ জন অ্যাথলিট অংশ নিচ্ছেন এবারের গেমসে।
এবার বিশেষ আকর্ষণ হচ্ছে স্পেশাল চাইল্ডদের জন্য আলাদা গেমসের আয়োজন। পুরুষ ও মহিলা বিভাগে বয়স অনুযায়ী তিনটি গ্রুপ করা হয়েছে। ৩০+, ৩৫+ এবং ৪০ বছর থেকে ৮৫ বছর পর্যন্ত।
ট্র্যাক ও ফিল্ড মিলিয়ে থাকছে নানা ইভেন্ট। ১০০, ২০০, ৪০০, ৮০০, ১৫০০ মিটার দৌড়, ৩/৫/১০ কিমি ম্যারাথন, লং জাম্প, হাই জাম্প, শটপুট, ডিসকাস ও জ্যাভলিন থ্রো। শীর্ষ তিন প্রতিযোগীকে মেডেল ও শংসাপত্র দেওয়া হবে। আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের জন্য থাকা-খাওয়ার পূর্ণ ব্যবস্থা করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা