শুক্রবার শুষ্ক আবহাওয়া দুই বঙ্গেই
কলকাতা, ২১ নভেম্বর (হি.স.): নভেম্বরের শুরু থেকেই রাজ্যজুড়ে ছিল শীতের আমেজ। ভোর ও রাতে মিলছিল ঠান্ডার শিরশিরানি। ভালই শীতের ছোঁয়া উপভোগ করছিলেন শীতবিলাসীরা। আশা ছিল, শীঘ্রই জাঁকিয়ে শীত পড়বে। কিন্তু হঠাৎ করেই সেই অনুভূতি খানিকটা উধাও। কারণ এর মধ্যেই
Weather


কলকাতা, ২১ নভেম্বর (হি.স.): নভেম্বরের শুরু থেকেই রাজ্যজুড়ে ছিল শীতের আমেজ। ভোর ও রাতে মিলছিল ঠান্ডার শিরশিরানি। ভালই শীতের ছোঁয়া উপভোগ করছিলেন শীতবিলাসীরা। আশা ছিল, শীঘ্রই জাঁকিয়ে শীত পড়বে। কিন্তু হঠাৎ করেই সেই অনুভূতি খানিকটা উধাও। কারণ এর মধ্যেই হাজির বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। যার প্রভাবে রাজ্যে শীতের দাপট কমতে শুরু করেছে। ফলে আবার বাড়তে পারে তাপমাত্রা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার শুষ্ক আবহাওয়া থাকবে দুই বঙ্গেই। আগামী কয়েক দিনে উত্তর ও দক্ষিণ উভয় বঙ্গেই রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও বাড়বে। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত জেলায়। সকালের দিকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা।

আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ, চলতি সপ্তাহেই সমুদ্রে আরও একটি নিম্নচাপ তৈরির ইঙ্গিত রয়েছে। তবে রাজ্যে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শুক্র ও শনিবার উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি কোথাও বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে আবহাওয়া।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande