
চ্যাংরাবান্ধা, ২০ নভেম্বর (হি. স.) : চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের বড়কামাত এলাকায় পেট্রোল চুরির জেরে আগুন লেগে গেল ট্যাংকারে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
চ্যাংরাবান্ধার দিক থেকে মাথাভাঙ্গার দিকে যাচ্ছিল পেট্রোল বোঝাই ট্যাঙ্কারটি। ১৬ নম্বর রাজ্য সড়কের পাশে ট্যাংকারটি থেকে অবৈধভাবে পেট্রোল বের করার কাজ চলছিল। পাশেই ছিল একটি মন্দির, সেখানে ধূপ ও প্রদীপ জ্বলছিল। তখনই হঠাৎ কোনওভাবে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে ট্যাংকারটি। ক্ষতিগ্রস্ত হয় মন্দিরটিও। মাথাভাঙ্গা ও মেখলিগঞ্জ থেকে দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন থেকেই বড়কামাত এলাকায় পেট্রোল বোঝাই ট্যাংক দাঁড় করিয়ে অবৈধভাবে পেট্রোল নিষ্কাশন করা হয় এবং বিভিন্ন দোকানে তা বিক্রি হয়। এলাকার বাসিন্দা স্বপ্না বর্মন জানান, চোখের সামনে এসব দেখেও তাঁরা চুপ করে থাকতে বাধ্য। প্রতিবাদ করতে গেলে হুমকির মুখে পড়তে হয়। এ বিষয়ে মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা জানান, কীভাবে অবৈধভাবে তেল বিক্রি হয় তা খতিয়ে দেখা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি