
রায়পুর, ২০ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভাব । আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বিগত ২৪ ঘন্টায় অম্বিকাপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়ার দফতরের মতে, আগামী ৫ দিন সর্বনিম্ন তাপমাত্রায় ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদিও আপাতত উত্তর ও মধ্য অঞ্চলে ঠান্ডা অব্যাহত থাকবে। আবহাওয়া দফতর রায়পুর, বিলাসপুর এবং যশপুর সহ পাঁচটি জেলায় হলুদ শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে।এছাড়া সুরগুজা বিভাগে সবচেয়ে ঠান্ডা বেশি রয়েছে। বৃহস্পতিবার সকালে রায়পুরেও কুয়াশা দেখা গেছে।
রায়পুরেও নয় বছর পর নভেম্বরে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি স্বাভাবিকের চেয়ে প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস কম। রায়পুরেও আবহাওয়ার প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। যেখানে নয় বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো নভেম্বরে রাতের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পেন্দ্রা মারওয়াহিতেও তাপমাত্রার ধারাবাহিক হ্রাস রেকর্ড করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন