
কিশতওয়ার, ৫ নভেম্বর (হি.স.): ফের জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই। কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায় অপারেশন শুরু করেছে সেনা। সংঘর্ষে বুধবার একজন জওয়ান আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
প্রাথমিক ভাবে জানা গেছে, অভিযানের সময় এক জওয়ান আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও চলছে।
উল্লেখ্য, সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডলে জানিয়েছে, বুধবার ভোরে ছত্রু এলাকায় জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই শুরু হয়েছে। কোনও জঙ্গিকে খতম করা হয়েছে কি না, সেই ব্যাপারে কিছু জানানো হয়নি। যৌথ তল্লাশি অভিযান অব্যাহত।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ