গুরু নানকের জন্মবার্ষিকীতে শুভেচ্ছা কংগ্রেস নেতা-নেত্রীদের
নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): গুরু নানকের জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা-নেত্রীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তাঁরা গুরু নানক দেব জির শিক্
গুরু নানক


নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): গুরু নানকের জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা-নেত্রীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তাঁরা গুরু নানক দেব জির শিক্ষাকে মানবতার জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে তাঁর করুণা, প্রেম, সেবার বার্তা এখনও সমাজকে ঐক্যবদ্ধ করে।

মল্লিকার্জুন খাড়গে বলেছেন যে, গুরু নানক দেব জির চিরন্তন শিক্ষা কেবল শিখ ধর্মের ভিত্তি স্থাপন করেনি বরং মানবতার জন্য ঐক্য, সহানুভূতি, নিঃস্বার্থ সেবা এবং সাম্যের বার্তাও দিয়েছে। রাহুল গান্ধী বলেছেন যে, গুরু নানক দেব জির করুণা, প্রেম, সম্প্রীতির শিক্ষা সর্বদা আমাদের সকলের জন্য একটি পথপ্রদর্শক হয়ে থাকবে। তাঁর আদর্শ মানবতাকে সম্প্রীতি এবং সেবার পথে চলতে অনুপ্রাণিত করে। প্রিয়াঙ্কা বলেন, গুরু নানক দেব জি বিশ্বকে ভালোবাসা, করুণা, সেবা, শান্তি, সাম্য এবং নীতিবোধের পথ দেখিয়েছেন। তিনি প্রকাশ পর্ব উপলক্ষে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande