
নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): এসআইআর আবহের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ‘ভোট চুরি’র অভিযোগে ফের সরব হলেন রাহুল। তাঁর দাবি, শুধু মহারাষ্ট্র বা কর্ণাটক নয়, ২০২৪ সালে হরিয়ানা ভোটেও ব্যাপক কারচুপি হয়েছে। অভিযোগের আঙুল তুলেছেন নির্বাচন কমিশন ও বিজেপির দিকে।
বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে করেন রাহুল। ভিডিও প্রেজেন্টেশনের পাশাপাশি হাজির করানো হয় ‘ভোট চুরির শিকার’ লোকজনকেও। লোকসভার বিরোধী দলনেতা অভিযোগ করেন, হরিয়ানার ভোটার তালিকায় ২৫ লক্ষ ভুয়ো ভোটার ঢোকানো হয়েছিল। যা মোট ভোটারের ১২ শতাংশ। এইভাবে সে রাজ্যে কংগ্রেসকে বিধানসভা ভোটে হারিয়ে দেওয়া হয়েছিল। যাকে ‘সিস্টেম্যাটিক ম্যানিপুলেশন’ আখ্যা দিয়েছেন এই কংগ্রেস নেতা। রাহুল দাবি করেন, ভোটার তালিকায় সীমা, সুইটি, সরস্বতী সহ বিভিন্ন নামে এক ব্রাজিলের মডেলের ছবি ব্যবহার করা হয়েছে। এই মডেল ‘সম্ভবত’ ২২ বার ভোট দিয়েছেন। রাহুলের প্রশ্ন, কে ইনি?
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা