হরিয়ানায় ভুয়ো ভোটের অভিযোগ, বিহারে পুনরাবৃত্তি হতে পারে কটাক্ষ রাহুল গান্ধীর
নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বুধবার দিল্লির ইন্দিরা ভবনে ‘এইচ ফাইলস’ নামে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন, হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রায় ২৫ লাখ ভুয়ো ভোট তৈরি করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এক
হরিয়ানা ভোটে ভুয়ো ভোটের অভিযোগ, বিহারে পুনরাবৃত্তি হতে পারে বলে কটাক্ষ রাহুল গান্ধীর


হরিয়ানা ভোটে ভুয়ো ভোটের অভিযোগ, বিহারে পুনরাবৃত্তি হতে পারে বলে কটাক্ষ রাহুল গান্ধীর


নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বুধবার দিল্লির ইন্দিরা ভবনে ‘এইচ ফাইলস’ নামে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন, হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রায় ২৫ লাখ ভুয়ো ভোট তৈরি করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, একই প্যাটার্ন বিহারে পুনরায় ঘটতে পারে।

রাহুল গান্ধী বলেন, প্রায় দুই কোটি ভোটারের মধ্যে প্রতি অষ্টম ভোটার ভুয়ো। তিনি বিস্তারিত সংখ্যা তুলে ধরেন।ডুপ্লিকেট ভোটার, অবৈধ ঠিকানা এবং বড় পরিসরের ভোটের তালিকা দেন। ফর্ম-৬ ও ফর্ম-৭-এর অপব্যবহার, একই ব্যক্তির ছবি একাধিক বুথে ব্যবহার ইত্যাদি ঘটেছে।

তিনি আরও জানান, নির্বাচনের সময় পোস্টাল ব্যালট ও ফাইনাল ফলাফলের মধ্যে বড় ফারাক দেখা গেছে। রাহুল গান্ধী কয়েকজন ভোটারকে মঞ্চে তুলে দেখান তাদের ও পরিবারের নাম ভোটার তালিকা থেকে হঠাৎ করে কেটে দেওয়া হয়েছে। তিনি সতর্ক করেন যে, বিহারে একই ধরনের প্রক্রিয়া ঘটতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande