
নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): গুরুনানক জয়ন্তী উপলক্ষ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে এবং বিজেপি নেতা আর পি সিং বুধবার দিল্লির গুরুদ্বার নানক পিয়াও সাহিব দর্শন ও প্রার্থনা করেন। শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে গুরুনানককে তাঁরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। দত্তাত্রেয় হোসবালে বলেন, গুরু নানকের বাণী চিরকালই প্রাসঙ্গিক।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে এদিন বলেন, আজ গুরু নানক সাহেবের ৫৫৬-তম জয়ন্তী। এই শুভ দিনে আমরা আমাদের ভক্তি প্রকাশ করতে গুরুদ্বার নানক পিয়াও সাহেবে এসেছি। গুরু নানকের বাণী চিরকাল প্রাসঙ্গিক। গুরু নানক বলেছিলেন, মানবতাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটিই এহন বিশ্বের সবচেয়ে বড় বার্তা। আমাদের সকলের গুরু নানকের দেখানো পথ অনুসরণ করা উচিত। আরএসএস এবং ভারতের জনগণের এটাই করা উচিত। এটাই আমার অনুরোধ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা