
চাঁচল, ৫ নভেম্বর ( হি. স.) : ভোটার তালিকা সংশোধন অভিযানের প্রথম দিনেই বিতর্কে জড়াল মালদা। অভিযোগ, চাঁচল ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের দিঘি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজের সময় বিএলও-দের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারি সভাধিপতি সহ তৃণমূলের একাধিক কর্মী। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, সরকারি কর্মীদের নিরপেক্ষ কাজকর্মে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে শাসক দল। বিজেপি নেতারা জানিয়েছেন, এই ঘটনায় তারা শীঘ্রই নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, এটি শুধুমাত্র প্রশাসনিক তত্ত্বাবধানের অংশ, রাজনৈতিক উদ্দেশ্য নয়। তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়