
নয়াদিল্লি, ৫ নভেম্বর ( হি. স.) : বুধবার সারা দেশেজুড়ে পালিত হচ্ছে গুরু নানক জয়ন্তী—শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবজির ৫৫৬তম জন্মবার্ষিকী। প্রসঙ্গত, এই দিনটি ‘প্রকাশ পর্ব’ বা ‘গুরুপুরব’ নামেও পরিচিত। গুরু নানক জয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
বুধবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সামাজিক মাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানিয়ে লেখেন, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী গুরু নানক দেব জী-র জন্মবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম।
গুরু নানক দেব জী মানবতা, সাম্য এবং সত্যের আদর্শে বিশ্বকে আলোকিত করেছিলেন। তাঁর শিক্ষা সমাজে করুণা, সেবার চেতনা জাগ্রত করেছিল এবং ধর্মকে মানব কল্যাণের মাধ্যম করে তুলেছিল।
তিনি জাতি, ধর্ম এবং বৈষম্যের ঊর্ধ্বে মানবতাকে ঐক্যবদ্ধ করার বার্তা দিয়েছিলেন এবং কর্মযোগ এবং সৎকর্মকে জীবনের সারাংশ হিসাবে বর্ণনা করেছিলেন।
আমাদের প্রার্থনা যে গুরু সাহেবের এই পবিত্র শিক্ষাগুলি যুগে যুগে সত্য, প্রেম এবং নিঃস্বার্থ সেবার পথে আমাদের পরিচালিত করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য