
জামুই, ৫ নভেম্বর (হি.স.): বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে আরজেডি-র তীব্র সমালোচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। তাঁর অভিযোগ, আরজেডি-র শাসনকালে বিহারে ভয়ের বাতাবরণ ছিল। বুধবার বিহারের জামুইয়ে এক নির্বাচনী প্রচারে রাজনাথ সিং বলেন, আরজেডি-র শাসনকালে বিহারে ভয়ের পরিবেশ ছিল। তাঁদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনেক গুরুতর দুর্নীতির অভিযোগ ছিল। গত ২০ বছরে, নীতীশ কুমার প্রমাণ করেছেন, সরকার আন্তরিকতার সঙ্গে পরিচালনা করা যায়। কেউ তাঁর দিকে আঙুল তুলতে পারবে না। আপনারা কি আবারও এমন লোকদের (আরজেডি) নির্বাচিত করবেন? সিদ্ধান্ত আপনাদের হাতে।
এদিন বিহারের বানকাতেও নির্বাচনী জনসভা করেন রাজনাথ। ওই জনসভায় তিনি বলেন, আমাদের সেনাবাহিনীর জওয়ানদের একটাই ধর্ম। সেই ধর্ম হল 'সৈন্য ধর্ম'। এর বাইরে আর কোনও ধর্ম নেই। আমাদের সেনাবাহিনীকে রাজনীতিতে টেনে আনবেন না। যখনই এই দেশ কোনও সংকটের মুখোমুখি হয়েছে, তখনই আমাদের সৈন্যরা তাঁদের সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন করে ভারতের মাথা উঁচু করে তুলেছে। জাতপাত, সম্প্রদায় এবং ধর্মের এই রাজনীতি দেশের অনেক ক্ষতি করেছে এবং আমাদের চিন্তাভাবনা হল সমাজের সকল অংশকে উন্নীত করা উচিত। আমরা সমাজের সকল অংশকে সঙ্গে নিয়ে চলতে চাই। আমরা জাতপাত, সম্প্রদায় অথবা ধর্মের ভিত্তিতে বৈষম্য করতে চাই না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা