
মির্জাপুর, ৫ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় হাওড়া-কাটরা মেল ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ৬ পুণ্যার্থীর। বুধবার সকালে মির্জাপুরের চুনার রেল স্টেশনে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। রেললাইন পার হওয়ার সময় কালকা-হাওড়া মেল ট্রেনের ধাক্কায় ৬ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন।
জেলা ম্যাজিস্ট্রেট পবন কুমার গাঙ্গোয়ার জানিয়েছেন, কার্তিক পূর্ণিমার পবিত্র স্নানের জন্য তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া গোমোহ-প্রয়াগরাজ বারওয়াদিহ যাত্রীবাহী ট্রেনটি সোনভদ্র থেকে সকাল ৯.১৫ মিনিটে ৪ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয়। ৪ নম্বর প্ল্যাটফর্মে নামার পরিবর্তে, তাঁরা বিপরীত দিক থেকে নেমে ৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য রেললাইন পার হওয়ার চেষ্টা করলে, সেখানেই তাঁরা কালকা মেল ট্রেনের ধাক্কায় মারা যান।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী ও স্থানীয় সাংসদ অনুপ্রিয়া প্যাটেল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং জেলা আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা