
পাটনা, ৫ নভেম্বর (হি.স.): বিহারে বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। এই দফায় বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা আসনে হবে ভোটগ্রহণ। প্রথম দফায় ভাগ্যপরীক্ষা হবে ১,৩১৪ জন প্রার্থীর। যে জেলাগুলিতে বুধবার ভোটগ্রহণ হবে, সেই জেলাগুলির মধ্যে রয়েছে - পাটনা, বৈশালী, নালন্দা, ভোজপুর, মুঙ্গের, সরণ, সিওয়ান, গোপালগঞ্জ ও মুজফফরপুর।
ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য ৪৫,৩৪১টি ভোটকেন্দ্র থেকে ওয়েবকাস্টিং করা হবে। রাজ্য পুলিশের পাশাপাশি, কেন্দ্রীয় সশস্ত্র আধাসামরিক বাহিনী সমস্ত ভোটকেন্দ্রে মোতায়েন থাকবে। নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করার জন্য ৯২৬টি সম্পূর্ণ মহিলা-পরিচালিত বুথ এবং ১০৭টি দিব্যাঙ্গ কর্মী-পরিচালিত বুথ স্থাপন করা হয়েছে। ৩২০টি মডেল বুথও স্থাপন করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা