
নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): ভূপেন হাজারিকার প্রয়াণদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার এক্সবার্তায় অমিতবাবু লিখেছেন, “ব্রহ্মপুত্রের কবি ডঃ ভূপেন হাজারিকা জী'র পুণ্যতিথিতে শ্রদ্ধাঞ্জলি। একজন সঙ্গীতজ্ঞ এবং কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা হাজারিকা জী'র সৃষ্টি অসমের সংস্কৃতির প্রতিফলন ঘটিয়েছে এবং মানবতা ও জাতীয় ঐক্যের মূল্যবোধকে সমুন্নত রেখেছে। তাঁর শিল্প প্রজন্মের পর প্রজন্ম শিল্পীদের অনুপ্রাণিত করে চলবে।”
প্রসঙ্গত, ভূপেন হাজারিকা (৮ সেপ্টেম্বর ১৯২৬ - ৫ নভেম্বর ২০১১) ছিলেন ভারতীয় সঙ্গীত জগতের পুরোধা ব্যক্তিত্ব এবং বিশ্বশিল্পী। অসমীয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গানের জগতে প্রবেশ করেন তিনি। পরবর্তীকালে বাংলা ও হিন্দি ভাষায় গান গেয়ে ভারত এবং বাংলাদেশে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন। অল্প সময়ের জন্যে তিনি বিজেপি বা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। ২০০৬ সালে বিবিসি বাংলার শ্রোতা জরিপে তার মানুষ মানুষের জন্যে গানটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ কুড়িটি বাংলা গানের তালিকায় দ্বিতীয় স্থান লাভ করে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত