
নয়াদিল্লি, ৫ নভেম্বর ( হি. স.) : বুধবার সারা দেশেজুড়ে পালিত হচ্ছে গুরু নানক জয়ন্তী—শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবজির ৫৫৬তম জন্মবার্ষিকী। গুরু নানক জয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানিয়ে লেখেন, শ্রী গুরু নানক দেবজি সারা বিশ্বকে শান্তি, প্রেম, সমতা ও মানবতার বার্তা দিয়েছেন। তিনি যেমন ভক্তিকে জীবনের মূল মন্ত্র হিসেবে বর্ণনা করেছেন, তেমনি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে নির্ভয়ে লড়ার অনুপ্রেরণাও দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী এও জানান, গুরু নানক জি সামাজিক সাম্যের জন্য লঙ্গর পরম্পরার সূচনা করেছিলেন এবং ধর্মশালা প্রতিষ্ঠা করে করুণা ও সহানুভূতির পথ প্রশস্ত করেছিলেন। তাঁর আদর্শ প্রতিটি পরিস্থিতিতে মানব জীবনকে দিশা দেখায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য