
কলকাতা, ৭ নভেম্বর (হি. স.) : রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য, ০৮.১১.২০২৫ এবং ১০.১১.২০২৫ তারিখে মালদা বিভাগের নিউ ফারাক্কা-আজিমগঞ্জ সেকশনে ডাউন লাইনে ২ দিন ট্রেন চলাচল ব্যাহত হবে।
এর ফলে, ৫৩৪৩৪ বারহারওয়া - আজিমগঞ্জ প্যাসেঞ্জারের সূচী ১২০ মিনিট বদলাবে। ৬৩৪২২ সাহেবগঞ্জ - আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। রেলের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত