
সিংরাউলি, ১৬ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের সিংরাউলি জেলায় উত্তর প্রদেশ থেকে শ্রমিক নিয়ে আসা একটি পিকআপ ভ্যান উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে চিত্রঙ্গী তহসিল এলাকার ঝরকটা পাহাড় সড়কপথে বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়। এই ঘটনায় চারজন শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও তিনজন।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, সিংরাউলি জেলার নৌদিহভা পুলিশ ফাঁড়ি এলাকার বাগদেবা গ্রামের ওই শ্রমিকরা উত্তর প্রদেশের সীমান্তবর্তী সোনভদ্র জেলা থেকে কাজে শেষে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়।
এক পুলিশ আধিকারিক জানান, মৃতদের নাম শিলু (৩২), অমরপাল বৈগা (৩৬), লাল কুমার (৩৫) এবং সুরজ লাল বৈগা (৩১)। আহতরা সন্তোষ কুমার, অমরেশ কুমার প্যাটেল এবং নানহকু কেওয়াত। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গভীর রাতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য