যুবভারতী-কান্ড খতিয়ে দেখতে তদন্ত কমিটির সুপারিশ মেনে তৈরি হল চার পুলিশকর্তার ‘সিট’
কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স. ) '' যুবভারতীকাণ্ডে ৪ আইপিএস আধিকারিকের নেতৃত্বে এসআইটি গঠন করল রাজ্য সরকার। পীযূষ পাণ্ডে (ডিজি মর্যাদার ডিরেক্টর-সিকিউরিটি), জাভেদ শামিম (এডিজি-আইনশৃঙ্খলা), সুপ্রতিম সরকার (এডিজি-দক্ষিণবঙ্গ), মুরলিধর (বারাকপুরের সিপি
যুবভারতী-কান্ড খতিয়ে দেখতে তদন্ত কমিটির সুপারিশ মেনে তৈরি হল চার পুলিশকর্তার ‘সিট’


কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স. ) '

যুবভারতীকাণ্ডে ৪ আইপিএস আধিকারিকের নেতৃত্বে এসআইটি গঠন করল রাজ্য সরকার।

পীযূষ পাণ্ডে (ডিজি মর্যাদার ডিরেক্টর-সিকিউরিটি), জাভেদ শামিম (এডিজি-আইনশৃঙ্খলা), সুপ্রতিম সরকার (এডিজি-দক্ষিণবঙ্গ), মুরলিধর (বারাকপুরের সিপি)— এই চার পদস্থ আধিকারিককে রাখা হয়েছে এই বিশেষ তদন্তদলে (সিট)।

এই সঙ্গে, যুবভারতীতে মেসিকান্ডে কড়া ব্যবস্থা নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ডিজি রাজীব কুমারকে শোকজ, বিধাননগর সিপি মুকেশ কুমারকে শোকজ থেকে সিট গঠন, একাধিক পদক্ষেপ। তদন্ত চলবে। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি এই সব ব্যবস্থা নিয়েছে।

মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে গঠিত কমিটি মুখ্যসচিবকে রিপোর্ট জমা দেয়। রিপোর্টে ঘটনার দিন পুলিশের ভূমিকা কী ছিল, কীভাবে ব্যবস্থাপনা সাজানো হয়েছিল, কীভাবে চলছিল নজরদারি, সেই বিষয়ে পুলিশের কাছে জবাব চাওয়া হয়।

অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় বলেন, 'কমিটি গঠন করার পর আমি নিজে যুবভারতী ক্রীড়াঙ্গনে যাই। সেখানে দেখি চতুর্দিকে জলের বোতল ছড়ানো। চেয়ার ভাঙা, লন্ডভন্ড সব। এও জানতে পারি, আগের দিন পুলিশের সঙ্গে উদ্যোক্তাদের বৈঠকও হয়। কিন্তু এর পরও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। যা এখনও তদন্ত সাপেক্ষ।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande