
কলকাতা, ১৬ ডিসেম্বর (হি স)। “পশ্চিমবঙ্গের সচেতন ও প্রতিবাদী জনগণের স্বতঃস্ফূর্ত চাপের মুখে, মুখ্যমন্ত্রী আজ মুখ্য সচিবকে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তথাকথিত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে একটি প্রহসনমূলক নাটক করেছেন।” মঙ্গলবার এক্সবার্তায় এ কথা লিখেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
এই সঙ্গে তিনি লিখেছেন, “তথাকথিত ‘সেলফি-শ্রী’ ক্রীড়ামন্ত্রী এখন ঘরে বসে পদত্যাগের এক সুর-নাটক কীভাবে পরিবেশন করতে পারেন? বাংলার মানুষ এই ধরণের ফাঁপা নাটকের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখাবে না।”
সুকান্তবাবু লিখেছেন, “পশ্চিমবঙ্গের মাথা নত করার পরও, ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চাটুকার প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের নির্লজ্জ কর্মীরা সামান্যতম আত্মসমীক্ষা করেননি। বরং দ্বিগুণ অহংকার নিয়ে মিথ্যা তথ্য ছড়াতে ব্যস্ত!”
মুখ্যসচিব ঘোষিত ‘শাস্তিমূলক ব্যবস্থা’ প্রসঙ্গে
সুকান্তবাবু লিখেছেন, “বাংলার মানুষ খুব ভালো করেই জানে যে এই প্রতীকী, প্রসাধনী ব্যবস্থার কোনও বাস্তব সারবস্তু বা মূল্য নেই। কিন্তু মৌলিক প্রশ্নটি এখনও রয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সেই কুখ্যাত ‘সেলফি-শ্রী’ মন্ত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কেন তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি?
সুকান্তবাবু প্রশ্ন তুলেছেন, “যিনি যুব ভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ লিওনেল মেসিকে জোরপূর্বক আলিঙ্গন করেছিলেন, প্রকাশ্যে নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘন করেছিলেন এবং সেলফি তোলার অশ্লীল দৃশ্যে লিপ্ত হয়েছিলেন, তার বিরুদ্ধে এখনও গ্রেপ্তারের কোনও আদেশ জারি করা হয়নি কেন?
বিশ্ব সম্প্রদায়ের সামনে পশ্চিমবঙ্গকে অপমান করা একটি অপরাধ - এবং এর শাস্তি অনিবার্য।”
এই বার্তা সুকান্তবাবু যুক্ত করেছেন তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডলের সঙ্গেও।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত