মেঘালয় : স্বপদে ইস্তফা নেহু-র সহ-উপাচাৰ্য প্রফেসর এস উমদরের
শিলং, ১৬ ডিসেম্বর (হি.স.) : বেশ কিছুদিন থেকে প্রশাসনিক সংকট চলছে মেঘালয়ের রাজধানী শিলঙে অবস্থিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ‘নর্থ-ইস্টার্ন হিল ইউনিভার্সিটি (নেহু)-তে। এরই মধ্যে স্বপদে ইস্তফা দিয়েছেন সহ-উপাচাৰ্য (প্রো-ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক এস উমদর।
নেহু_প্রতিনিধিত্বমূলক ছবি


শিলং, ১৬ ডিসেম্বর (হি.স.) : বেশ কিছুদিন থেকে প্রশাসনিক সংকট চলছে মেঘালয়ের রাজধানী শিলঙে অবস্থিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ‘নর্থ-ইস্টার্ন হিল ইউনিভার্সিটি (নেহু)-তে। এরই মধ্যে স্বপদে ইস্তফা দিয়েছেন সহ-উপাচাৰ্য (প্রো-ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক এস উমদর।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক সূ্ত্রে জানা গেছে, প্রশাসনিক পরিবেশকে ‘অসহনীয়’ বলে উল্লেখ করে পদত্যাগ করেছেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক এস উমদর। বিশ্ববিদ্যালয়ে একের পর এক শীর্ষ আধিকারিকের পদত্যাগ এবং ক্যাম্পাসে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক উমদর।

সূত্রের খবর, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ডিন এবং আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তাঁর পদত্যাগের কথা ঘোষণা করা হয়। তাঁর পদত্যাগ কার্যকর হয়েছে ১৫ ডিসেম্বর ২০২৫-এর দুপুর থেকে। ক্যাম্পাস এবং মেঘালয় থেকে দীর্ঘদিন ধরে অনুপস্থিত উপাচাৰ্য। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমের সম্পূর্ণ দায়িত্ব কাঁধে নিয়েছিলেন তিনি। কিন্তু প্রো-ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব নেওয়ার কয়েক মাস পর এই সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক উমদর।

তাঁর ইস্তফা বিশ্ববিদ্যালয়ে উচ্চস্তরে ধারাবাহিক পদত্যাগের সর্বশেষ ঘটনা। সাম্প্রতিক সপ্তাহগুলিতে রেজিস্ট্রার, ফিনান্স অফিসার এবং অতিরিক্ত প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত একাধিক সিনিয়র ফ্যাকাল্টি মেম্বারও পদত্যাগ করেছেন।

অধ্যাপক উমদরের মেয়াদে বিশ্ববিদ্যালয় তীব্র আর্থিক সংকটের মধ্য দিয়ে গেছে। ২০২৫–২৬ অর্থবর্ষে ইউজিসি-র পুনরাবৃত্ত অনুদান ৪২ শতাংশ কমে যায়। তা সত্ত্বেও অ্যাকাডেমিক ক্যালেন্ডার বজায় রাখা হয়, নির্ধারিত সময়ে সেমিস্টার শেষের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং দীর্ঘদিন ধরে অসমাপ্ত নানা কাজ সম্পন্ন হয়। এর মধ্যে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম (সিএএস)-এর অধীনে লেভেল ১১ এবং ১২-তে শিক্ষকদের পদোন্নতি এবং ডিপার্টমেন্টাল প্রোমোশন কমিটির মাধ্যমে অশিক্ষক কর্মীদের পদোন্নতিও রয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে ১০০ আসনের একটি ছাত্রী নিবাস চালু করা হয়, যেখানে অতিরিক্ত ২৪টি আসন যুক্ত হয়েছে। অশিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি চূড়ান্ত করা হয় এবং বিভিন্ন ক্ষেত্ৰে আদালতের নির্দেশনাও পূরণ করা হয়।

এছাড়া সফলভাবে ‘স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫’ আয়োজন করেছে নেহু। এনইপি-ইউজি কর্মসূচিকে পঞ্চম সেমিস্টারে এগিয়ে নিয়ে যাওয়া হয়। সংশোধিত পাঠ্যক্রমে ইন্টার্নশিপ, ভোকেশনাল উপাদান এবং এমওওসিসও অন্তর্ভুক্ত করা হয়েছে। মেঘালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলির জন্য প্রথমবারের মতো কুয়েট-এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়াও সম্পন্ন হয়।

তবে প্রো-ভাইস-চ্যান্সেলরের পৌরোহিত্যে এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক আহ্বানের প্রচেষ্টায় শিক্ষার্থী ও কর্মী সংগঠনগুলির ‘তীব্র বিরোধিতা’ দেখা দেয়। যার ফলে ক্যাম্পাসে অস্থিরতা আরও বাড়ে। অধ্যাপক উমদর প্রস্তাব দেন, সংশ্লিষ্ট পক্ষগুলির সমস্যা মিটে না-যাওয়া পর্যন্ত তুরা ক্যাম্পাসের সিনিয়র প্রো-ভাইস-চ্যান্সেলর এই বৈঠকগুলির সভাপতিত্ব করুন। কিন্তু সেই প্রস্তাব গৃহীত হয়নি। তাঁর মতে, এ ধরনের ব্যবস্থা নেওয়া গেলে ছাত্র ও কর্মীদের কল্যাণ সংক্রান্ত জরুরি বিষয়গুলি বিলম্ব ছাড়াই সমাধান করা যেত।

পদত্যাগপত্রে অধ্যাপক উমদর জানান, দৈনন্দিন অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে যে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলি ক্রমশ বিতর্কিত হয়ে উঠছিল। যার ফলে বিলম্ব ও বিঘ্ন সৃষ্টি হয়। তিনি বলেন, ‘প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থার অনুপস্থিতি এবং গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে পদে থাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বা প্রত্যাশিত জবাবদিহি ও পেশাদার মান বজায় রাখতে সহায়ক হবে না।’

অধ্যাপক উমদর তাঁর দায়িত্বকালীন সময়ে প্ৰাপ্ত সহযোগিতা ও সমর্থনের জন্য সংশ্লিষ্ট সকলের প্ৰতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নেহু-তে স্থিতিশীলতা ফিরে আসার আশা ব্যক্ত করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande