
কলকাতা, ১৬ ডিসেম্বর (হি.স.): পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের স্মরণে প্রতিবছর ১৬ দিবেম্বর দিনটি বিজয় দিবস পালিত হয়। এই উপলক্ষ্যে মঙ্গলবার ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামে সেনার তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস, মিজোরামের রাজ্যপাল ভি কে সিং, সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের জিওসিইনসি জেনারেল আর সি তেওয়ারি-সহ বিশিষ্ট ব্যক্তিরা। এবছর বাংলাদেশ থেকে কুড়িজনের এক প্রতিনিধি দল অনুষ্ঠানের যোগ দেন। এর মধ্যে ৮ জন মুক্তি যোদ্ধা ও দুজন সার্ভিং অফিসার এবং তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেছেন, আমরা দেখেছি সর্বদা সত্যেরই জয় হয়। প্রতি বছর এই দিনে আমাদের সেই দিনের কথা মনে পড়ে, যখন মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারত গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিল। এতে আমরা একটি নিপীড়ক শাসন থেকে মুক্ত জনগণের মুক্তি দেখেছি এবং আমরা তা উদযাপন করেছি, প্রতি বছর গৌরবের সঙ্গে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ