
ধর্মনগর (ত্রিপুরা), ১৬ ডিসেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে এক হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। কামেশ্বর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সরকার (২৪), যিনি ব্লু ডার্ট নামে একটি বেসরকারি কুরিয়ার সংস্থায় ডেলিভারি বয় হিসেবে কর্মরত ছিলেন, তাঁর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে জনমনে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ, কয়েকজন যুবক ও যুবতীর সঙ্গে বিবাদের জেরে প্রকাশ্যে প্রসেনজিৎ সরকারকে মারধর করা হয়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে চরম অপমান ও মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েন তিনি। শেষ পর্যন্ত সোমবার রাতে তিনি ফাঁসিতে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার ধর্মনগর শহরের যুবসমাজ রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়। ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা ব্যানার হাতে নিয়ে প্রথমে ধর্মনগর পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে সেখান থেকে একটি মিছিল পুলিশ সুপারের অফিসের উদ্দেশ্যে রওনা দেয়।
বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে ধর্মনগরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
ঘটনার পর থেকে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। সাধারণ মানুষ এখন প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ