দুর্গাপুজোর হিসাব মেলানো নিয়ে সংঘর্ষ, আহত ১২
বীরভূম, ১৭ ডিসেম্বর (হি.স.): দুর্গাপুজোর হিসাব মেলানো নিয়ে সংঘর্ষে আহত হলেন ১২ জন। এর মধ্যে তিন জনকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কীর্ণাহার থানার কড়েয়া গ্রামে। ঘটনায় আহত হয়েছেন তৃণমূলের দাসকল কড়েয়া দু''নম্বর অ
দুর্গাপুজোর হিসাব মেলানো নিয়ে সংঘর্ষ, আহত ১২


বীরভূম, ১৭ ডিসেম্বর (হি.স.): দুর্গাপুজোর হিসাব মেলানো নিয়ে সংঘর্ষে আহত হলেন ১২ জন। এর মধ্যে তিন জনকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কীর্ণাহার থানার কড়েয়া গ্রামে। ঘটনায় আহত হয়েছেন তৃণমূলের দাসকল কড়েয়া দু'নম্বর অঞ্চলের সভাপতি পীযূষকান্তি ভৌমিক। ঘটনায় বিবদমান দু'পক্ষই নিজেদের তৃণমূলের সমর্থক বলে দাবি করেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে অভিযোগ। যদিও ঘটনাটিকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ তৃণমূল।

স্থানীয় সূত্রে খবর, কড়েয়া গ্রামের পূর্বপাড়ায় একটি দুর্গাপুজো হয়। এটি সরকারি অনুদান পায়। এত দিন পুজোর দায়িত্বে ছিলেন অনুব্রত মণ্ডল 'অনুগামীরা'। গত বারের পুজোর হিসাব নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের সঙ্গে ঝামেলা শুরু হয় কাজল শেখের 'অনুগামীদের' সঙ্গে। প্রাথমিক ভাবে তা মিটেও গিয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর। এদিন সকালে ফের দু'পক্ষের বচসা শুরু হয়। পরে তা সংঘর্ষে গড়ায়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande