বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ারের আরও একটি চা বাগান
আলিপুরদুয়ার, ১৭ ডিসেম্বর (হি.স.): বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আরও একটি চা বাগান। বুধবার সকালে বিজ্ঞপ্তি জারি করে বাগান ছেড়ে চলে যান ভারনোবাড়ি চা বাগান কর্তৃপক্ষ। বাগান বন্ধের পেছনে শ্রমিক আন্দোলনকে দায়ী করেছেন তাঁরা। উল্লেখ্য, ন
বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ারের আরও একটি চা বাগান


আলিপুরদুয়ার, ১৭ ডিসেম্বর (হি.স.): বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আরও একটি চা বাগান। বুধবার সকালে বিজ্ঞপ্তি জারি করে বাগান ছেড়ে চলে যান ভারনোবাড়ি চা বাগান কর্তৃপক্ষ। বাগান বন্ধের পেছনে শ্রমিক আন্দোলনকে দায়ী করেছেন তাঁরা।

উল্লেখ্য, নভেম্বর মাসের শুরুতেও আলিপুরদুয়ার জেলায় বন্ধ হয়েছিল আরও একটি চা বাগান| কোহিনুর চা বাগান নামেই পরিচিত তা। জানা যায়, সেবার কোনও নোটিশ ছাড়াই বাগান ছেড়ে চলে গিয়েছিল ওই চা বাগান কর্তৃপক্ষ। ফলে অসহায় হয়ে পড়েছিলেন চা বাগানের অন্তত ৯০০টি পরিবার। শ্রমিকদের অভিযোগ ছিল, তাঁদের বোনাসও বকেয়া রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande