নিখোঁজ পাঁচ মৎস্যজীবীর মধ্যে দু'জনের দেহ উদ্ধার
দক্ষিণ ২৪ পরগনা, ১৭ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশি নৌবাহিনীর জাহাজের ধাক্কায় রবিবার ডুবে যাওয়া ''এফবি পারমিতা-১১'' ট্রলারের নিখোঁজ পাঁচ মৎস্যজীবীর মধ্যে দু''জনের দেহ উদ্ধার হল বুধবার সকালে। মৃতেরা হলেন কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরের সঞ্জীব দাস এবং
নিখোঁজ পাঁচ মৎস্যজীবীর মধ্যে দু'জনের দেহ উদ্ধার


দক্ষিণ ২৪ পরগনা, ১৭ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশি নৌবাহিনীর জাহাজের ধাক্কায় রবিবার ডুবে যাওয়া 'এফবি পারমিতা-১১' ট্রলারের নিখোঁজ পাঁচ মৎস্যজীবীর মধ্যে দু'জনের দেহ উদ্ধার হল বুধবার সকালে। মৃতেরা হলেন কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরের সঞ্জীব দাস এবং পূর্ব বর্ধমানের রঞ্জন দাস। প্রশাসন জানিয়েছে, নিখোঁজ তিন মৎস্যজীবীর সন্ধানে সমুদ্রে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রবিবার বাংলাদেশ নৌসেনার জাহাজের ধাক্কায় এফবি পারমিতা ১১ নামে ওই ট্রলারটি ড়ুবে যায়। এই ঘটনায় নিখোঁজ হয়েছিলেন পাঁচ জন ভারতীয় মৎস্যজীবী। সূত্রের খবর, ১৬ জন মৎস্যজীবী ছিলেন। দুর্ঘটনার পরে কাছাকাছি থাকা কাকদ্বীপের অন্য ট্রলার ১১ জনকে উদ্ধার করে। ট্রলারটি ১৩ ডিসেম্বর নামখানা থেকে মাছ ধরতে সমুদ্রে রওনা দিয়েছিল। অভিযোগ, আন্তর্জাতিক জলসীমার কাছে মাছ ধরার সময় বাংলাদেশি নৌসেনার হামলার শিকার হয় তারা। তাদের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande