
কাকদ্বীপ, ১৮ ডিসেম্বর (হি.স.): আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় দু'টি ট্রলার-সহ ৩৫ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে। উপকূল রক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, গত ১৬ ডিসেম্বর এফ বি ‘রূপসী সুলতানা’ এবং এফ বি ‘সাবিনা’ নামে দু'টি ট্রলার ভারতের জলসীমায় ঢুকে মাছ ধরছিল।
টহল দেওয়ার সময়ে বিষয়টি নজরে আসে উপকূল রক্ষী বাহিনীর। পরে ট্রলার দু’টি আটক করে মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, তাঁরা বাংলাদেশের কুতুবদিয়া জেলার বাসিন্দা। এর পরে তাঁদের আটক করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ