
কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.): আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা এক অথবা দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ কমবে। সকালে হালকা কুয়াশা থাকতে পারে, ঘন কুয়াশার সতর্কবার্তা নেই রাজ্যে। দক্ষিণবঙ্গের সর্বত্রই শুষ্ক থাকবে আবহাওয়া। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে একটু বাড়বে তাপমাত্রা। কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে ও রাতে স্বাভাবিকের ওপরে থাকবে তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে আগামী কয়েক দিন। তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে খুব সকালে সামান্য কুয়াশার সম্ভাবনা, শীতের আমেজ চলবে। পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ