
জগদলপুর, ১৯ ডিসেম্বর (হি.স.) : ধান কেনার মরশুমে অবৈধ ধান পাচারের বিরুদ্ধে জেলা প্রশাসনের কড়া নজরদারির মধ্যে শুক্রবার সকালে নাঙ্গুর তহসিল এলাকায় ওড়িশা থেকে আনা ১০০ বস্তা ধান-সহ একটি মিনিট্রাক আটক করা হয়েছে।
ভোর প্রায় ৬টা নাগাদ রাজস্ব বিভাগ ও মান্ডি দফতরের যৌথ দল সীমান্তবর্তী রাস্তায় নাকাবন্দি চালিয়ে সন্দেহজনক মিনিট্রাক আটক করে। তল্লাশিতে গাড়িটিতে ১০০ বস্তা ধান পাওয়া যায়। চালক ধান পরিবহণ ও ক্রয়ের কোনও বৈধ নথি দেখাতে ব্যর্থ হওয়ায় মান্ডি আইন অনুযায়ী ধান ও গাড়িটি বাজেয়াপ্ত করা হয় এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য নাঙ্গুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিন প্রশাসনের তরফে জানিয়েছে, সীমান্ত এলাকায় এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য