কলকাতা শহরে সপ্তাহব্যাপী ৩১ তম হিন্দী মেলা
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স.): সাংস্কৃতিক পুনর্নির্মাণ মিশন - ভারতীয় ভাষা পরিষদের যৌথ উদ্যোগে হতে চলেছে ৩১ তম হিন্দী মেলা। সপ্তাহব্যাপী আয়োজনের জন্যে আগামী ২৬ ডিসেম্বর এর সূচনা করা হবে এবং চলবে ৭ দিন ধরে। আগামী ইংরেজি নতুন বছরের প্রথম দিনে ১ জানুয
কলকাতা শহরে সপ্তাহব্যাপী হিন্দী মেলা


কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স.): সাংস্কৃতিক পুনর্নির্মাণ মিশন - ভারতীয় ভাষা পরিষদের যৌথ উদ্যোগে হতে চলেছে ৩১ তম হিন্দী মেলা। সপ্তাহব্যাপী আয়োজনের জন্যে আগামী ২৬ ডিসেম্বর এর সূচনা করা হবে এবং চলবে ৭ দিন ধরে। আগামী ইংরেজি নতুন বছরের প্রথম দিনে ১ জানুয়ারি তা সমাপ্ত হবে। উদ্যোক্তাদের পক্ষে যুগ্ম সম্পাদক সঞ্জয় জয়সওয়াল এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন। শুক্রবার ভারতীয় ভাষা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, থিম - ভারতীয় জ্ঞান পরম্পরা এবং হিন্দী সাহিত্য। এ নিয়ে মূলতঃ আলোচনা করা হবে। ভোপাল, দিল্লি, বেনারস, কেরালা, লক্ষৌ, রায়পুর, শান্তিনিকেতন থেকে প্রথিতযশা ব্যক্তিত্বরা যোগদান করবেন। উল্লেখ্য, আয়োজকদের মতে এবছর ৩০০ - র অধিক অংশগ্রহণ থাকছে। এ রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। সেইসঙ্গে স্কুল ও কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরের পড়ুয়াদের যোগদান সুনিশ্চিত করা হয়েছে। নাটক, কবিতা সহ সাংস্কৃতিক প্রতিযোগিতা চলবে যুব অভিযানের অঙ্গ হিসেবে আগামী সাতদিন ধরেই।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande