জিবিপি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখলেন এনএইচএম ডিরেক্টর
আগরতলা, ১৯ ডিসেম্বর (হি.স.) : জিবিপি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার মান ও পরিষেবা পর্যালোচনা করতে শুক্রবার হাসপাতাল পরিদর্শন করেন ন্যাশনাল হেলথ মিশনের (এনএইচএম) রাজ্য মিশন ডিরেক্টর সাজু ওয়াহিদ। তাঁর সঙ্গে ছিলেন জিবিপি হাসপাতালের মেডিকেল সুপারসহ বিভি
জিবিপি হাসপাতাল পরিদর্শন


আগরতলা, ১৯ ডিসেম্বর (হি.স.) : জিবিপি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার মান ও পরিষেবা পর্যালোচনা করতে শুক্রবার হাসপাতাল পরিদর্শন করেন ন্যাশনাল হেলথ মিশনের (এনএইচএম) রাজ্য মিশন ডিরেক্টর সাজু ওয়াহিদ। তাঁর সঙ্গে ছিলেন জিবিপি হাসপাতালের মেডিকেল সুপারসহ বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

পরিদর্শনকালে তিনি জিবিপি হাসপাতাল ও আগরতলা সরকারি মেডিকেল কলেজের (এজিএমসি) বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসা পরিষেবা প্রদান প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। রোগীদের কাছেও পরিষেবা সংক্রান্ত অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন তিনি।

পরে সাংবাদিকদের তিনি জানান, দূর-দূরান্ত থেকে আগত রোগীরা যথাযথ পরিষেবা পাচ্ছেন কিনা, হাসপাতালের কোথাও অব্যবস্থা রয়েছে কি না—তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন। তিনি সুপার স্পেশালিটি ব্লক সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেছেন বলে জানান।

এনএইচএম-এর রাজ্য মিশন ডিরেক্টর আরও জানান, কিছু বিভাগে ছোটখাটো সংস্কারের প্রয়োজন রয়েছে এবং খুব শীঘ্রই সেই সংস্কারমূলক কাজ শুরু হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande