
আগরতলা, ১৯ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের উত্তর-পূর্ব ভারতের ভূখণ্ড নিয়ে আক্রমণাত্মক মন্তব্য ও হুমকির প্রতিবাদে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ দেখাল ইয়ুথ তিপ্রা ফেডারেশন (ওয়াইটিএফ)। সংগঠনের কর্মী-সমর্থকরা সজল দেববর্মার নেতৃত্বে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ প্রদর্শন করেন।
জানা যায়, বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সে দেশের কিছু রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখান এবং ‘উত্তর-পূর্বাঞ্চল মিলিয়ে নতুন বাংলাদেশ গঠনের’ উসকানিমূলক মন্তব্য করেন। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ও বক্তব্য ছড়িয়ে পড়তেই ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ শুরু হয়। তারই অংশ হিসেবে আগরতলায় আয়োজিত হয় এদিনের বিক্ষোভ কর্মসূচি।
বিক্ষোভস্থল থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসের বিরুদ্ধেও স্লোগান ওঠে। এ প্রসঙ্গে ওয়াইটিএফ সভাপতি সুরজ দেববর্মা জানান, বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে ভারতবিদ্বেষী প্রচার চালানো হচ্ছে।
তিনি বলেন, “যে ভারত ১৯৭১ সালে মাত্র ১৩ দিনের মাথায় পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিল, আজ সেই ভারতের বিরুদ্ধেই হুমকি দেওয়া হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্লোগান মেনে নেওয়া হবে না।” এছাড়া তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন হলে তিপ্রাহ সমাজও প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।
বিক্ষোভকে ঘিরে বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠকের তত্ত্বাবধানে সমগ্র পরিস্থিতি নজরদারিতে রাখা হয়। তবে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ